ঘোষনা:
শিরোনাম :
ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক। কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর, লুটপাটে মামলা দায়ের নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার
জলঢাকায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নানান অভিযোগ ।

জলঢাকায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নানান অভিযোগ ।

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানের সভাপতিসহ কমিটির সদস্যরা। ঘটনাটি উপজেলার শৌলমারী ইউনিয়নের দ্বি-মুখী দাখিল মাদ্রাসায়। এ ঘটনায় মঙ্গলবার দিনভর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক। এ সময় মাদ্রাসার সুপারসহ কমিটির সকল সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা’র কাছে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন তার লিখিত অভিযোগে জানান, এ.কে.এম গোলাম মোস্তফা এ মাদ্রাসায় সুপার পদে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটিতে দূর্নীতির আখাড়ায় পরিনত করেছেন এবং মাদ্রাসার জমি বিভিন্ন লোকজনের নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন সুপার গোলাম মোস্তফা। লিখিত অভিযোগে তিনি আরও জানান,মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের নিকট ফরমপূরন ও উপবৃত্তির টাকা বিকাশ করার নাম করে হাতিয়ে নেন ওই সুপার। এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা তদন্ত শেষে সাংবাদিকদের বলেন,‘‘ফরম পূরনের অতিরিক্ত টাকা নোটিশে উল্লেখ থাকলেও ছাত্র/ছাত্রীদের কাছে কম নিয়েছি। বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।’’ তদন্তকারী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক বলেন,‘‘ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হলো,অভিযোগ প্রমানিত হলে অভিযুক্ত সুপারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন,‘‘ অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে,কিন্তু তদন্তের রিপোর্ট এখনও হাতে পায়নি।’’ উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা এর আগেও তিন বছর বরখাস্ত ছিলেন। #





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST