নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জ প্রতিনিধি
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ তিন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান (ওলিও), ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান জানান, নির্বাচনী আচরণবিধিমালার ২১ (২) ধারায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান গাড়িতে সাউন্ড সিস্টেম করে মিছিল বের করায় ২০ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া পৌর এলাকায় প্রচারে একাধিক মাইক ব্যবহার করায় পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে, ফের তারা আচরণবিধি লঙ্ঘন করলে দণ্ড আরও বাড়বে।
এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচনী অচরণবিধি ভঙ্গ করে শোডাউন করার দায়ে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালন।
শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীতে শোডাউন করার সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা বলেন, নির্বাচনের পূর্বমুহূর্তে নির্বাচনী অচরণবিধির ১১ ও ৩২ ধারা ভঙ্গ করে বিশাল শোডাউন বের করে দোয়াত-কলম প্রতীকের সমর্থকরা। এ অপরাধে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।