সামাউন আলী,সিংড়া ( নাটোর) প্রতিনিধি ,
নাটোরের সিংড়ায় স্ত্রী কুলসুম বেগম (৩২) কর্তৃক স্বামী মিটুল (২৮) এর লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।
বুধবার মধ্যরাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তেঘর গ্রামে এ ঘটনা ঘটে।
কুলসুম বেগম একই ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মকলেছের কন্যা। মিটুল তেঘর গ্রামের মোবারক হোসেনের পুত্র। জানা যায়, ৮ মাস আগে গার্মেন্টস এ চাকুরির সুবাদে কুলসুমের সাথে পরিচয় হয়। পরিচয়ের পর দুজন বিয়ে করে।
সম্প্রতি ঈদের ছুটিতে দুজন বাড়িতে আসে। পরে স্ত্রীর দাবিতে শালিসে স্বামীর বাড়িতে উঠে।
ঈদের পর থেকে দুজনের মধ্য মনোমালিন্য ঘটছে। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে ধারালো ব্লেড দিয়ে লিঙ্গ কর্তন করে স্ত্রী।
সিংড়া থানার ডিউটি অফিসার এসআই পলাশ জানান, স্ত্রী কুলসুমকে আটক করে জবানবন্দির জন্য নাটোর কোর্টে প্রেরন করা হয়েছে।