ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
পটুয়াখালীর মহিপুরে মোবাইলে ডেকে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১। অন্য আসামিরা পলাতক রয়েছে।

পটুয়াখালীর মহিপুরে মোবাইলে ডেকে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১। অন্য আসামিরা পলাতক রয়েছে।

পটুয়াখালী জেলা প্রতিনিধি ,
পটুয়াখালীর মহিপুরে মোবাইলে ডেকে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিরা পলাতক রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি রাকিব চৌকিদারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মহিপুরের কমরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী (১৩) দীর্ঘদিন ধরে মোবাইলে ফোনে কথা বলতো কোমরপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রাকিবের সঙ্গে। গত বুধবার রাত ২টার দিকে রাকিব ওই ছাত্রীর দাদির ফোনে কল দিয়ে তাকে ঘরের বাইরে বের হতে বলে। সবার অগোচরে ঘরের বাইরে বের হলে ওই ছাত্রীর গলায় ছুরি ধরে রাকিব তার দুই সহযোগীর মাধ্যমে পার্শ্ববর্তী বালুর মাঠ এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মহিপুর থানায় মামলা করেন। মামলায় মহিপুর থানা সদর ইউনিয়নের কমরপুর গ্রামের শাহ আলম চৌকিদারের ছেলে রাকিব চৌকিদার (২০) ও তার দুই সহযোগী কোমরপুর গ্রামের জাহাঙ্গীর চৌকিদারের ছেলে বাবু (২২) ও জয়নাল ফকিরের ছেলে ওবায়দুলকে (২৪) আসামি করা হয়েছে।
মেয়েটির বাবা জানান, প্রায় দুই বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর মেয়ে দাদির কাছেই থাকতো। ঘটনার রাতে নাতনীকে না পেয়ে দাদি বিষয়টি তাকে জানালে তিনি বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেন। পরদিন (২৯ আগস্ট) সকালে মেয়েকে না পাওয়ায় বিষয়টি তিনি থানা পুলিশকে জানান। ওইদিন দুপুর ১২টার দিকে রাকিব মেয়েটিকে কুয়াকাটা থেকে একটি অটোতে উঠিয়ে দিলে সে বাসায় এসে বিষয়টি জানায়।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. সেলিনা রহমান বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পেলে ধর্ষণের বিষয়টি বোঝা যাবে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বেলাল জানান, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাকিবকে (২০) গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST