স্টাফ রিপোর্টার ॥
শোকাবহ আগস্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরের লক্ষ্যে ‘আলোর মিছিল’ করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ।
৩১আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সার্বিক ব্যবস্থাপনায় ‘আলোর মিছিল’টি প্রজ্জ্বলিত মোমবাতির আলোয় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ জেলা সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা কৃষক লীগ সভাপতি অ্যাড. অক্ষয় কুমার রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, ছাত্রলীগ নীলফামারী জেলা সাধারন সম্পাদক মাসুদ রানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীপক চক্রবর্তী ও সান্তনা চক্রবর্তী।