রতন কুমার রায়,ডোমার-নীলফামারী ,
নীলফামারীর ডোমারে শাহাদাত মোহাম্মদ রুহানী নামে এক যুবককে অপহরণ চেষ্টায় অপহৃত যুবক ও একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করে ডোমার থানা পুলিশ।
রবিবার (১সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টায় ভিআইপি বিজনেজ সেন্টার দেবিগঞ্জ এর সেলসম্যান শাহাদাত মোহাম্মদ রুহানী মটর সাইকেল যোগে দেবীগঞ্জ থেকে খাটুরিয়া আসার পথে আমতলী নামক স্থানে পূর্ব পরিচিত মমিনুর রহমান ও তার এক সহযোগীসহ রুহানীর পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে মটর সাইকেল নিজের নিয়ন্ত্রনে নিয়ে রুহানীকে তার মটর সাইকেলে মাঝখানে বসিয়ে অপহরণ করার চেষ্টা করে। রুহানী চিৎকার করলে অপহরণকারীরা শুটারগানের পিছনদিয়ে মাথায় আঘাত করে সেই সময় নিজেকে আত্মরক্ষায় চালককে ঘুষি মারলে ঘটনাস্থলে তিনজনেই পরে যায়। আশেপাশের লোকজন ছুটে আসলে অপহরণকারীরা অবস্থা বেগতিক দেখে অস্ত্র ফেলে অপহৃতর মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও অপহৃতকে উদ্ধার করে। অপহৃত শাহাদাত মোহাম্মদ রুহানী দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ কলেজ পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল জানান,অপহরণের খবর পেয়ে ডোমার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপহৃত শাহাদাত মোহাম্মদ রুহানী নামে এক যুবক ও একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করে। এ ব্যাপারে ডোমার থানায় অস্ত্র ও অপহরণ পৃথক দুটি মামলা দায়ের করা হবে।