কিশোরগঞ্জ(নীলফামারী ) প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা বানিয়াপাড়া গ্রামে গত রোববার সকাল ১০টার দিকে শ্যামলী রাণী রায় (১০) ও মনিষা রাণী রায়(৯) পুকুরের পানিতে ডুবে মারা যায়।
মৃত্যের পারিবারিক সূত্র জানায় ,বড়ভিটা বানিয়া পাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রাণী , কানু বর্ম্মনের মেয়ে মণিষা রাণী ও একই গ্রামের গোবিন্দ চন্দ্র রায়ের মেয়ে স্বরসত্বী রাণীসহ তিন খেলার সাথী মিলে একটি পরিত্যাক্ত পুকুরে শাপলা ফুল ছিড়তে যায়। এসময় মণিষা রাণী ও শ্যামলী রাণী পুকুরের গভীর পানিতে গেলে তারা ডুবে যায়।
এ দৃশ্য দেখে অপর সাথী স্বরসত্বী বাড়ীতে এসে তাদের বাবা মাকে জানায়।পরিবারের লোকজন পুকুরে পানিতে খোঁজাখুঁজির পর দুজনের মরদেহ উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন শোকাহত পরিবার দুটিকে ৬০০০ হাজার টাকা দেয়া হয়েছে।