স্টাফ রিপোর্টার ,
বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের নবগঠিত পৌরকমিটির নেতা কর্মী বৃন্দ রোববার সন্ধায় নীলফামারী মহিলা সংরক্ষিত আসনের মাননীয় এমপি জনাবা রাবেয়া আলীম ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ মোকছেদুল মোমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মোঃ জুয়েল সরকার।সৌজন্য সাক্ষাত কালে মাননীয় সাংসদ জনাবা রাবেয়া আলীম বলেন, “আমাদের সকলকে দলমত নির্বিশেষে দেশ ও জনগনের কল্যানের জন্য কাজ করে যেতে হবে, যা শেখ মুজিবের স্বপ্ন ছিল।”সাক্ষাতের এক প্রেক্ষিতে সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোঃ মোকছেদুল মোমিন দলের সকল নেতাকর্মীদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন ও মাদক থেকে দুরে থাকার আহ্ববান জানান সেই সাথে বঙ্গবন্ধুর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।