নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীতে সকলের জন্য বৈষম্যহীন পানির অভিগম্যতা নিশ্চিতে চাই সুশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে। বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।আজ রবিবার সকালে চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বরে সচেতন নাগরিক কমিটি(সনাক) আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক চেম্বার সভাপতি ও সনাক সভাপতি প্রকৌশলী এস.এম.সফিকুল আলম ডাবলু,সনাকের অর্থ ব্যাবস্থাপনা বিভাগের পরিতোশ রায় ,সাবেক ইয়েস লিডার ণির্মল চন্দ্র রায, ইয়েস সহকারী লিডার আনিকা তাবচ্ছুম, সচেতন নাগরিক কমিটির সকল সদস্যসহ স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।