ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
ডোমারে উপজেলা আওয়ামীলীগের অর্ন্তদন্দ প্রকাশ্য রুপ । একে অপরের বহিস্কার চেয়ে সংবাদ সম্মেলন ।

ডোমারে উপজেলা আওয়ামীলীগের অর্ন্তদন্দ প্রকাশ্য রুপ । একে অপরের বহিস্কার চেয়ে সংবাদ সম্মেলন ।

রতন কুমার রায়,ডোমার-নীলফামারী ,
নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের অর্ন্তদন্দ চরম আকার ধারন করেছে। একে অপরের বহিস্কারের দাবী জানিয়ে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল এবং সাধারন সম্পাদক ও ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের বহিস্কারের দাবীতে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে বাবুল বলেন, সন্ত্রাস, ভূমি দস্যুতা, অপহরণ ও নৌকা বিরোধীসহ এমন কোন অপরাধমূলক কর্মকান্ড নাই যে তোফায়েল ও তার লোকজন করে না।তিনি বলেন,আওয়ামী লীগের সা.সম্পাদক তোফায়েল আহমেদ গংরা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, ভূমি দস্যূতা ও চাকরী দেয়ার নামে মানুষের কাছে টাকা আদায়সহ নানা রকম বিতর্কিত ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। বর্তমানে তার নেতৃত্বে শান্তির জনপদ ডোমার এখন সন্ত্রাসের জনপদে পরিনত হয়েছে। তার এমন কার্যকলাপে সাধারণ মানুষ ও আওয়ামীলীগ একে অপরের প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগ সহ-সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী,জেলা আওয়ামীলীগের সদস্য এনায়েত হোসেন নয়ন,উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, উপজেলা কৃষক লীগের সা.সম্পাদক সাদিকুল ইসলাম,উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক উম্মে কুলসুম ও যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী।
অপর দিকে গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে উপজেলা বিএনপি,র সভাপতির সাথে হাত মিলিয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচন করায় এবং বিভিন্ন মঞ্চে নৌকার বিরুদ্ধে বক্তব্য দেয়ার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুলের বহিস্কারের দাবী জানিয়ে গত ২৭ আগষ্ট দুপুরে স্থানীয় ডাক বাংলো মাঠে সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল ও জেলা আওয়ামীলীগের সদস্য এনায়েত হোসেন নয়ন গত উপজেলা পরিষদ নির্বাচন ও পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করেন।এ ছাড়াও তারা বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অবস্থান নিয়ে সমালোচিত হন। যাহা দলীয় শৃংখলার পরিপন্থী। তিনি আরো বলেন,খায়রুল আলম বাবুলকে বাদ দিয়ে দলীয় যেকোন পর্যায়ের নেতাকে আহবায়ক করে জেলা নেতৃবৃন্দের কাছে সম্মেলনের তারিখ ঘোষনার দাবী জানান। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে ডোমার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক করিমুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়,সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলিন,উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল,শ্রমিকলীগ সভাপতি আব্দুল ওয়াদুদ,সাধারন সম্পাদক আকতারুল হক,জাতীয় রিক্সা/ভ্যান শ্রমিকলীগের সভাপতি নুরল আমিন বাবলুসহ উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদক এবং পৌরসভা আওয়ামীলীগের সকল নেতা/কর্মী উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST