গ্রাম পোস্ট ডেস্ক,
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী, র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ০২/০৯/১৯খ্রিঃ তারিখ দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন ০১ নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামস্থ সূর্যতরুন স্পোর্টি ক্লাব এর সামনে অভিযান পরিচালনা করে ৪৮২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ০২ জন মাদক ব্যবসায়ী ১। রোহিত আলম (২০), পিতাঃ আরজান আলম, সাং-খট্টা মাধবপাড়া ২। মোঃ আতোয়ার রহমান (২৮), পিতাঃ হারেছ আলী, সাং-নওদাপাড়া, উভয় থানা- হাকিমপুর, জেলাঃ দিনাজপুরদ্বয়কে আটক করা হয়। খবর বিজ্ঞপ্তি সিপিসি-২,র্যাব-১৩, নীলফামারী ।