ঘোষনা:
শিরোনাম :
ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক। কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর, লুটপাটে মামলা দায়ের নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার
জলঢাকায় ইউনিয়ন আ.লীগের সম্মেলন ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা। এক পক্ষের পকেট কমিটি ঘোষনা করায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়।

জলঢাকায় ইউনিয়ন আ.লীগের সম্মেলন ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা। এক পক্ষের পকেট কমিটি ঘোষনা করায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়।

 

বিশেষ প্রতিবেদক ,
জলঢাকায় শিমুলবাড়ি ইউনিয়ন আ.লীগের সম্মেলন ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষের পকেট কমিটি ঘোষনা করায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়। নীলফামারীর জলঢাকায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে শুরু হয়েছে উত্তেজনা। মারমুখী অবস্থানে রয়েছে আ.লীগের দু’গ্রুপ। দীর্ঘ ১৫ বছর পর ১ সেপ্টেম্বর থেকে উপজেলায় সম্মেলনের প্রস্তুতি শুরু হয়। এর ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে শিমুলবাড়ি ইউনিয়ন আ.লীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে, ডিয়াবাড়ী বাজার এলাকায় একটি গ্রুপ অবস্থান নেয়। অপর একটি গ্রুপ বালার পুকর বাজারে অবস্থান নিয়ে কাউন্সিলের প্রস্তুুতি নিয়ে উপজেলার সভাপতি-সম্পাদকের আহব্বান জানানো হয়। এবং পুলিশ পাহারায় কমিটি ঘোষনা করা হয়,জানিয়েছে সিলেকশন পকেট কমিটির সাধারন সম্পাদক সুনিল চন্দ্র রায়। এরই পরিপেক্ষিতে উপজেলা থেকে পৌর আ,লীগের সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে এসে বিভিন্ন বাধা উপেক্ষা করে শিমুলবাড়ী ইউনিয়নের সম্মেলন বালার পুকর বাজারে সিলেকশন কমিটি ঘোষনা করেন উপজেলা আ.লীগ। অপর দিকে শিমুলবাড়ী ইউনিয়ন আ,লীগের যুগ্ন সাধরন সম্পাদক আনিচুর মেম্বারের নেতৃত্বে জেলা কমিটিকে পকেট কাউন্সিলের বিষয়ে লিখিত অভিযোগ করেন কমিটির ৬২ জনের মধ্যে ৪৫ জন সদস্য । এর মধ্যে ১৩ জন কমিটির সদস্য মৃত। শিমুলবাড়ী ইউনিয়ন আ,লীগের যুগ্ন সাধরন সম্পাদক আনিচুর মেম্বার অভিযোগ করে বলেন,হামিদুল হক ও শিমুলবাড়ী ইউনিয়ন আ,লীগের সিলেকসন কমিটির সাধারন সম্পাদক সুনিল চন্দ্র রায় মিলে পকেট কমিটি করার উদেশ্য ওয়ার্ডে না গিয়ে বাড়ীতে ও দোকানে বসে ওয়ার্ড কমিটি গঠন করে। এরই প্রতিবাদে রোববার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ করি এবং জেলা কমিটিতে লিখিত অভিযোগ করি। এবং আহব্বান জানাই প্রতিটি ওয়ার্ডে গিয়ে সকলের মতামত নিয়ে ওয়ার্ড কমিটি ঘোষনা করার। শিমুলবাড়ী ইউনিয় আ,লীগের সিলেকশন কমিটির সভাপতি হামিদুল হক বলেন, আনিচুর মেম্বারের নেতৃত্বে ওয়ার্ডে কমিটি করেছেন অনারা,আমরাও করছি,ওনারা উপজেলায় জমা দিক আমরাও জমা দিবো,কারটা পাশ হয় দেখা যাক। এর আগে রোববার সকালে গোলমুন্ডা ইউনিয়নে সম্মেলন করতে গেলে ওই ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের তোপের মুখে পরেন উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ। এসময় তৃণমূল নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন তারা। এক পর্যায়ে দুগ্রুপের নেতা কর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন আ.লীগ সভাপতি নুরুজ্জামান আবুর ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বাধার মুখে বিকল্প পথ দিয়ে সম্মেলন স্থলে যান উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। উপজেলা আ.লীগের সভাপতি আনছার আলী মিন্টু ও সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে গোলমুন্ডা ইউনিয়ন আ.লীগ সভাপতি নুরুজ্জামান আবু বলেন,‘‘দীঘদিন থেকে আমি ইউনিয়নটিতে আ.লীগের নেতৃত্বে জামায়াত অর্ধ্যষিত এলাকাটিতে অনেক প্রতিকুল অবস্থায় সংঘঠনের কার্যক্রম চালিয়ে আসছি। কিন্তু উপজেলা আ.লীগের সভাপতি-সম্পাদক দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে নিজেদের পদ পদবী রক্ষার জন্য প্রতিটি ইউনিয়নে পকেট কমিটির মাধ্যমে আ.লীগকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST