নীলফামারী প্রতিনিধি ॥
ইউপি সদস্যকে মারধরের ঘটনায় শনিবার বিকালে ইউনিয়ন পরিষদের সামনে পরিবারের সদস্যরা ও এলাকাবাসিরা বিক্ষোভ করে। ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন জবা উপর হামলাকারিদের শাস্তি দাবি করে ।
পারিবারিক কলহের জের ধরে সাবিনা ইয়াসমিন জবা (৪৫) নামে এক মহিলা ইউ পি সদস্য কে প্রকাশ্য দিবালোকে সালিশ চলাকালীন সময়ে লাঞ্চিত করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মিলন খানের মিলচাতালে। গত ২২ মার্চ শুক্রবার বিকালে খান পরিবারের মধ্যে পৈতৃক জমি ভাগবাটোয়ারা নিয়ে সালিশ বৈঠক হয় । উভয় পক্ষের সার্ভেয়ারগন জমির মাপকাঠি ও হিসাব-নিকাশ করার সময় মৃত আমির খানের ওয়ারিশগনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় রেজাউল করিম বাবুল খানের স্ত্রী মীরগঞ্জ ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন জবা কে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় ওই মহিলা সদস্য মারাত্মক জখম হন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে । সরেজমিনে গিয়ে জানা যায়, পৈতৃক সম্পদ ভাগবাটোয়ারা নিয়ে শুক্রবার বিকালে সালিশ হয়। সালিশ চলাকালীন সময়ে পাঠানপাড়া গ্রামের মৃত নজমুদ্দিনের ছেলে বখতিয়ার রহমান খান ও তার ছেলেরাসহ ভাড়াটিয়া লোকজন এসে অতর্কিত ভাবে হামলা চালায়, এতে ওই মহিলা সদস্য মারাত্মক জখম হন বলে এলাকাবাসী জানায়।
সালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর হুকুম আলীসহ ইউপি সদস্য উপস্থিত ছিরেন।এ বিষয়ে ইউপি সদস্য এনামুল হক বলেন ঘটনাটি সত্য।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।