রতন কুমার রায়,ডোমার-নীলফামারী ,
নীলফামারীর ডোমারে যৌন আক্রমন আর না ! ধর্ষণ,ধর্ষণের পরবর্তী হত্যা ও যৌন অত্যাচার সহ সকল সহিংসতা বিরুদ্ধে তারণ্যের প্রতীক যুব সংগঠন ও দুরন্ত যুব সংগঠন নামে দুইটি স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার (৩সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গোমনাতী বাজার এলাকায় তারণ্যের প্রতীক যুব সংগঠন ও দুরন্ত যুব সংগঠনের আয়োজনে উদয়ঙ্কুর সেবা সংস্থা চিলাহাটির সহযোগীতায় মানববন্ধনে বিভিন্ন লেখা সংকবলিত ব্যানার হাতে নিয়ে অংশগ্রহন করেন গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন, উদয়ঙ্কুর সেবা সংস্থা চিলাহাটির প্রোগ্রাম ফেসিলেটর নুরননবী ইসলাম, গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহমান,মতিউর রহমান, জেলা যুব নেটওয়ার্ক নীলফামারী শাখার সা.সম্পাদক রিপন ইসলাম, তারণ্যের প্রতীক যুব সংগঠনের সভাপতি সেরাজুল ইসলাম সিরাজ,দুরন্ত যুব সংগঠনের সভাপতি নাসরীন আফরোজ প্রমূখ।