ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
ডিমলায় শিক্ষা প্রতিষ্ঠানে এলজিএসপি-৩’র বেঞ্চ বিতরণ ।

ডিমলায় শিক্ষা প্রতিষ্ঠানে এলজিএসপি-৩’র বেঞ্চ বিতরণ ।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,

ডিমলায় মাধ্যমিক পর্যায়ে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে ব্যবহারের জন্য এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্ধকৃত ৪৪ জোড়া কাঠেঁর বেঞ্চ বিতরণ করা হয়েছে। সোমবার (২-সেপ্টেম্বর) দুপুরে উত্তর নাউতারা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনতা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল লতিফ খান। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিচালন ও (ইউ.জি.ডি.পি) উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, বারোবিশা দাখিল মাদ্রসার সুপার আব্দুল গফুর, উত্তর নাউতারা দ্বি-মূখী ছাতনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া প্রমুখ। উক্ত প্রকল্পের বরাদ্ধকৃত ৪৪ জোড়া বেঞ্চের মধ্যে উত্তর নাউতারা দ্বি-মূখী ছাতনাই উচ্চ বিদ্যালয়ে ৩০ ও বারোবিশা দাখিল মাদ্রসার জন্য ১৪ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন বলেন, আপনারা জানেন প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন বরাদ্ধে শিক্ষা অবকাঠামো, রাস্তাঘাট তৈরী ও স্কুল-কলেজ, মাদ্রাসার জন্য উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হচ্ছে তা শুধু-ই শিক্ষার মান উন্নয়ন করে শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য। আর স্কুলগুলেতে ক্লাসের পরিবেশ সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে শিক্ষার্থীরা যেন বেঞ্চে বসে পাঠদান গ্রহণ করতে পারে সেই কারণে আজ এলজিএসপি-৩ প্রকল্পের বরাদ্ধকৃত এ বেঞ্চগুলো বিতরণ করা হলো। তিনি আরো বলেন, প্রচন্ড গরমে বা বন্যার কারণে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যহত হয়, তাহলে শিক্ষাজীবনের ক্ষতি কমানোর জন্য বিকল্প উপযোগী সময়ে শ্রেণি শিক্ষা ও পরীক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দেওয়ার বিষয়ে শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে শিক্ষকদের নিয়মিত তাঁদের কর্মস্থলে উপস্থিত থাকতে বলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST