ঘোষনা:
শিরোনাম :
রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত
ডিমলায় শিক্ষা প্রতিষ্ঠানে এলজিএসপি-৩’র বেঞ্চ বিতরণ ।

ডিমলায় শিক্ষা প্রতিষ্ঠানে এলজিএসপি-৩’র বেঞ্চ বিতরণ ।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,

ডিমলায় মাধ্যমিক পর্যায়ে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে ব্যবহারের জন্য এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্ধকৃত ৪৪ জোড়া কাঠেঁর বেঞ্চ বিতরণ করা হয়েছে। সোমবার (২-সেপ্টেম্বর) দুপুরে উত্তর নাউতারা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনতা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল লতিফ খান। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিচালন ও (ইউ.জি.ডি.পি) উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, বারোবিশা দাখিল মাদ্রসার সুপার আব্দুল গফুর, উত্তর নাউতারা দ্বি-মূখী ছাতনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া প্রমুখ। উক্ত প্রকল্পের বরাদ্ধকৃত ৪৪ জোড়া বেঞ্চের মধ্যে উত্তর নাউতারা দ্বি-মূখী ছাতনাই উচ্চ বিদ্যালয়ে ৩০ ও বারোবিশা দাখিল মাদ্রসার জন্য ১৪ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন বলেন, আপনারা জানেন প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন বরাদ্ধে শিক্ষা অবকাঠামো, রাস্তাঘাট তৈরী ও স্কুল-কলেজ, মাদ্রাসার জন্য উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হচ্ছে তা শুধু-ই শিক্ষার মান উন্নয়ন করে শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য। আর স্কুলগুলেতে ক্লাসের পরিবেশ সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে শিক্ষার্থীরা যেন বেঞ্চে বসে পাঠদান গ্রহণ করতে পারে সেই কারণে আজ এলজিএসপি-৩ প্রকল্পের বরাদ্ধকৃত এ বেঞ্চগুলো বিতরণ করা হলো। তিনি আরো বলেন, প্রচন্ড গরমে বা বন্যার কারণে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যহত হয়, তাহলে শিক্ষাজীবনের ক্ষতি কমানোর জন্য বিকল্প উপযোগী সময়ে শ্রেণি শিক্ষা ও পরীক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দেওয়ার বিষয়ে শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে শিক্ষকদের নিয়মিত তাঁদের কর্মস্থলে উপস্থিত থাকতে বলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST