বিনোদন ডেস্ক,
আবেদনময়ী ফটোশুটের একটি ভিডিও পোস্ট করে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্যাপক আলোচনার মুখে।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা আর সৌন্দর্য ছড়িয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি। বাংলাদেশ ও কলকাতায় বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে শোবিজে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান। সমবয়সী অন্যান্য অভিনেত্রীদের তুলনায় ফিটনেসের দিক থেকেও অনেকটায় এগিয়ে তিনি। যা অনেকের কাছেও ঈর্ষণীয় বটে।তার অভিনীত সিনেমা তো মুক্তি পাচ্ছেই একের পর এক। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বেশ সরব জয়া আহসান। ভক্তদের সামনে নিত্য নতুন লুকে হাজির হন মাঝে মধ্যেই। ফেসবুকে ও ইনস্টাগ্রামে কখনো ছবি ও ভিডিও পোস্ট করেন। এবার একটি ভিডিও পোস্ট করে আলোচনায় এই নায়িকা।সম্প্রতি তিনি তার ফটোশুটের একটি ভিডিও তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তে ছড়িয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে তার বেশ কিছু আবেদনময়ী মুহূর্ত। ক্যামেরার সামনে বেশ আবেদনময়ী হয়ে একের পর এক পোজ দিয়েছেন।সেখান থেকেই কিছু ছবি নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির নিচে কমেন্টে অনেকে প্রশংসা করেছেন জয়ার। আর নিন্দুকেরা নিন্দাও করেছেন। এদিকে জয়া কলকাতায় নাম ‘ভূতপরী’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করবেন ‘রেনবো জেলি’ খ্যাত নির্মাতা সৌকর্য ঘোষাল। এক মহিলা ভূতের জীবন নিয়ে নাকি নির্মিত হচ্ছে ছবিটি। আর বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বিউটি সার্কাস’ ছবিটি।