রতন কুমার রায়,ডোমার-নীলফামারী ,
নীলফামারীর ডোমার পৌরসভার মুসলিম নিকাহ্ ও তালাক রেজিষ্টার সৈয়দ মাজহারুল হক মিলু কাজী হিসেবে নিয়োগ পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ডোমার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২২ আগষ্ট আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় হতে আইন ও বিচার বিভাগ,বিচার শাখা-৭ এর বিচার-৭/২এন-০১/৮৯(অংশ-১)-৩৩১ স্বারকে নিয়োগ প্রাপ্ত হয়ে এবং গত ২৮আগষ্ট নীলফামারী জেলা রেজিষ্টার কতৃক অনুমতি পেয়ে নিকাহ্ রেজিষ্ট্রি কার্যক্রম পরিচালনা করে আসছি।
তিনি বাল্য বিবাহ এবং ভূয়া কাবিন রোধে স্থানীয় প্রশাসন,গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ সচেতন মহলের সহযোগীতা কামনা করেন।