ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
চট্টগ্রামে অভিযান চালিয়ে রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রামে অভিযান চালিয়ে রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম অফিস ,
চট্টগ্রামে অভিযান চালিয়ে রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের আকবর শাহ ও বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে সাত রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রোহিঙ্গাদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মোহাম্মদ আজিজ (২১)। ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা। বর্তমানে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তাদের পরিবার বসবাস করছে। রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ঢাকায় তুর্কি দূতাবাসে যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সিডিএ ১ নম্বর সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তিন রোহিঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞসাবাদে তারা নিজেদের বাড়ি মিয়ানমারের মংডুতে বলে স্বীকার করে। তিনজনই ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে দালালের মাধ্যমে পাসপোর্ট নিয়ে তুর্কি দূতাবাসে ভিসা করতে যাচ্ছিল।
এদিকে রাতে বায়েজিদ বোস্তামি থানার বার্মা কলোনি থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। একজনের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ওই চারজন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। চট্টগ্রামে বার্মা কলোনিতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানান তারা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST