রতন কুমার রায়,ডোমার-নীলফামারী ,
নীলফামারীর ডোমার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুণামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) জয়ব্রত পাল,ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,ওসি(তদন্ত) বিশ্বদেব রায়,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সফিয়ার রহমান রতন এবং ১০টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। খেলায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার এগারোটি দল অংশ গ্রহন করবে। আগামী ১৩সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ডোমার পৌরসভা ফুটবল দল গোমনাতী ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে ৭-০গোলে পরাজিত করে।