সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ,
সৈয়দপুর উপজেলার ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অনুষ্ঠিত আওয়ামীলীগ কাউন্সিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের চেয়ারম্যান সহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। শনিবার ওই ইউনিয়নের পরিষদ চত্বরে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট সামসুর রহমান, ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৌরভ আলী, বজলার রশীদ ওরফে বুলবুল চৌধুরী ও পুলিন চন্দ্র দাস।
বক্তারা বলেন, গত ২৮ আগস্ট উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে আওয়ামীলীগ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কাউন্সিল সম্পূর্ণ করার কথা থাকলেও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ওই ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ও নজরুল ইসলাম নজুর পক্ষে অর্থের বিনিময়ে প্রকাশ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে ভোটারদের মাঝে বিতর্কের সৃষ্টি হয়। পরে ভোটাররা একজোট হয়ে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে আওয়ামীলীগ সভাপতি প্রার্থী এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে সামসুল হককে নির্বাচিত করেন। এ নির্বাচনে ভোটাররা মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ও নজরুল ইসলামকে ভোট না দেয়ায় নির্বাচিত প্রার্থীসহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। বক্তারা এ মামলাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।