সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর সৈয়দপুরে সহকর্মীকে জিম্মি করে দেড় লাখ টাকা চাঁদা আদায়ের ঘটনায় দুই স্বর্ণ কারিগরসহ একজন বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে সৈয়দপুর শহরের স্বর্ণপট্টি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী সদরের বাবড়িঝাড় এলাকার বিকাশ এজেন্ট আসাদুল ইসলাম (২০) এবং ওই গ্রামের স্বর্ণ কারিগর আব্দুল লতিফ ওরফে দুলু (৩৫) ও শফিকুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়, আব্দুল লতিফ বেশি মজুরীর লোভ দেখিয়ে নিজ দোকানে ডেকে নেয় কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার স্বর্ণ কারিগর সোহেল রানা কে। স্বর্ণ চুরির কথিত ঘটনায় গত তিন দিন ধরে আটকে রেখে তার পরিবারের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। শুক্রবার সকালে সোহেল রানার স্ত্রী নাজমা বেগম গোপনে সৈয়দপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ কৌশলে ঘটনার মূল হোতা আব্দুল লতিফের সৈয়দপুরের দোকানে ডেকে এনে তাদেরকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, স্বর্ণ কারিগর সোহেল রানার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। পালিয়ে থাকা আরও দুই আসামীকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।