ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প নীলফামারীতে চলছে বালু বিক্রির মহোৎসব।দেখার কেউ নােই নীলফামারীতে দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ দুই বছর না পেরোতেই দেয়ালে ফাটল নীলফামারী জেলা মডেল মসজিদের নীলফামারীতে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক  নীলফামারীতে পদবী বাঁচাতে প্রধান শিক্ষকের হাত ধরে ক্ষমা চাইলেন বিএনপি নেতা নীলফামারীতে পুকুর খননের আড়ালে তিন ফসলি জমি নষ্ট করে মাটির ব্যবসা নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে আওয়ামী লীগ নেতার মনোনয়ন সুন্দরবনের উপকূলীয় অঞ্চল পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব  জলঢাকা হাসপাতালে ডাক্তারদের কর্ম বিরতি 
ছাত্রলীগের শীর্ষ পদ দুটির ব্যাক্তিদের বিভিন্ন প্রশ্নবিদ্য কর্মকান্ডের কারনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেছেন,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের শীর্ষ পদ দুটির ব্যাক্তিদের বিভিন্ন প্রশ্নবিদ্য কর্মকান্ডের কারনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেছেন,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা প্রতিবেদক ,
ছাত্রলীগের শীর্ষ পদ দুটির ব্যাক্তিদের বিভিন্ন প্রশ্নবিদ্য কর্মকান্ডের কারনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনি এ কথা বলেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন। ছাত্রলীগের বিভিন্ন নেতাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের ওই নেতারা জানান, বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ পেয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর তাতে ছাত্রলীগের বর্তমান শীর্ষ নেতাদের ওপর তিনি ভীষণ ক্ষুব্ধ হয়ে কমিটি ভেঙে দিতে বলেছেন। ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে উদ্ধৃতি দিয়ে ওই নেতারা বলেন, ‘আমি ছাত্রলীগের এমন নেতা চাই না, যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ পর্যন্ত উঠেছে।’
আওয়ামী লীগের নেতারা আরও জানান, ছাত্রলীগের ওপর প্রধানমন্ত্রীর ক্ষোভের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও দেখা দেননি তিনি। উপস্থিত কেন্দ্রীয় নেতারা তখন দুজনকে গণভবন থেকে চলে যেতে বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের দুই নেতাকে সামনে পেয়ে সবার সামনেই ‘বকাঝকা’ করেন। তিনি বলেন, ‘চলে যাও এখান থেকে।’ পরে ছাত্রলীগের দুই নেতাই বেরিয়ে যান।
বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, বৈঠক শেষে ছাত্রলীগের সাবেক দুই নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমানের সঙ্গে ছাত্রলীগ প্রসঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন শেখ হাসিনা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST