ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ।

নীলফামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ।

আতিকুল ইসলাম,নীলফামারী ,
’বহু ভাষায় সাক্ষরতা,উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়েছে।আজ রবিবার সকালে নীলফামারীর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে শিল্প কলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা চেয়ারম্যান সাহিদ মাহমুদ, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।এসময় বিভিন্ন জিও,এনজিও কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST