ডোমার ,নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারী ডোমারে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে যুবককে ১মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিরার(৮ সেপ্টেম্বর) বিকেলে খেলা দেখে ডোমার বালিকা বিদ্যা নিকেতনের কয়েকজন ছাত্রী স্কুল ফেরার পথে ডোমার বাস টার্মিনাল এলাকায় ডোমার পৌর সভার ৬নং ওয়ার্ড পাঠান পাড়া এলাকার ইসমাইল হোসেন(যদুর) ছেলে অটোরিক্সা চালক আশিকুর রহমান(১৮) ছাত্রীদের উত্তক্ত্য করে। সেখানে উপস্থিত লোকজন আশিকুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী মেজিস্ট্রেট উম্মে ফাতিমা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত যুবককে ১ মাসের কারাদন্ড প্রদান করে।