রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার ,
“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিবসটির কর্মসুচিগুলোর আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকাল ১১ টার দিকে উপজেলার পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, একাডেমিক সুপারভাইজার শফিউল আলম, প্রেস ক্লাব সভাপতি মোজাফ্ফর আলী প্রমূখ বক্তব্য রাখেন।