ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা নীলফামারীতে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ভারতে বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা কালো তালিকাভুক্ত
রেলের উচ্ছেদ অভিযান ঠেকাতে চলছে, টাকা হাতিয়ে নেয়ার বাণিজ্য!

রেলের উচ্ছেদ অভিযান ঠেকাতে চলছে, টাকা হাতিয়ে নেয়ার বাণিজ্য!

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ,
সৈয়দপুর রেল বিভাগের ঐতিহ্য ফিরিয়ে আনতে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নোটিশ হওয়ায় সেটি বন্ধ করতে শহরের কজন ব্যক্তি মোটা অংকের বাণিজ্য করার অভিযোগ উঠেছে। চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে শহরে উচ্ছেদের মাইকিং ও লিফলেট বিতরণের পর থেকেই শুরু হয় নেতাকর্মীদের অর্থ ও ভোট বাণিজ্য।
রেল সূত্র জানায়, সৈয়দপুর শহরে রেল বিভাগের রয়েছে প্রায় সাড়ে ৮০০ একর ভু-সম্পত্তি। ১৮৭০ সালে আসাম-বেঙ্গল রেলওয়ের বিশাল কারখানা সৈয়দপুরে নির্মিত হওয়ার সূত্র ধরেই রেল বিভাগ ওই সব ভূ-সম্পত্তি একোয়ার করেন নেয়। কিন্তু দখলবাজরা রেল বিভাগের দুর্নীতিবাজ ও রেলশ্রমিক নেতাদের ম্যানেজ করে পর্যায়ক্রমে ওই সম্পত্তিগুলো দখলে নিয়ে দিনে অথবা রাতে গড়ে তুলেছেন আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। রেল বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ গতদিনে চোখ কান বন্ধ রাখলেও সম্প্রতি সেগুলো উচ্ছেদের নোটিশ করেন। একই সাথে যেসব পরিবার প্রকৃত ভুমিহীন তাদের পুনর্বাসন করার পরিকল্পনা হাতে নেন তারা। আর যারা রেলওয়ের জমিতে অবৈধভাবে বহুতল ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন শুধুমাত্র সেগুলো উচ্ছেদ করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তারা।
রেল বিভাগের কানুনগো জিয়াউল ইসলাম জানান, আগামী ২৯ সেপ্টেম্বর শহরের কয়ামিস্ত্রিপাড়ার বাঁশবাড়ি রোডের উভয় পাশের আদর্শ কলেজ মোড় পর্যন্ত এবং গোলাহাট হতে মুন্সিপাড়া এলাকায় অবস্থিত সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। ৩০ সেপ্টেম্বর শহরের অফিসার্স কলোনী ধুপিমাঠ দারুল উলুম মাদরাসা মোড়, বাঙ্গালীপুর নিচুকলোনী ও হাতিখানা এলাকার রেল ভূমিতে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।
কজন ব্যবসায়ী জানান, সৈয়দপুর বিমানবন্দরটি দেশের চতুর্থতম বিমানবন্দরে রূপ দিতে এবং রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রস্তুতি নিয়েছেন রেল কর্তৃপক্ষ। কিন্তু সৈয়দপুর শহরের কজন নেতা নিজেদের পকেট ভারী ও ভোট বাণিজ্য করতে শহরবাসীর মাঝে ব্যাপক উচ্ছেদের আতংক ছড়িয়ে দিয়েছেন। যত সামান্য উচ্ছেদ নয়, শহরের সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে গুজব ছড়িয়ে শহরবাসীর মাঝে আতংক ছড়াচ্ছেন তারা। আর আতংকিত জনসাধারণ তাদের অবৈধ স্থাপনা গুড়িয়ে না দেয়ার আশায় ওইসব নেতাদের দ্বারস্থ হচ্ছেন।
রেলওয়ের জমিতে বসবাসকারী জাভেদ ও মুন্নি জানান, তারা রেলওয়ের স্টেশন এলাকার বড় মসজিদ সংলগ্ন এক বস্তিতে বসবাস করছেন। সম্প্রতি রেল বিভাগের উচ্ছেদ নোটিশ পেয়ে তাদের বস্তি যাতে খালি করা না হয় সেজন্য মোবারক নামের এক যুবক ওই বস্তিতে বসবাসরত প্রায় দুই শতাধিক পরিবারের কাছ থেকে ৫০০-১০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। অপরদিকে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধে নেতাকর্মীরাও বাস্তহারাদের বসবাসের অধিকার বাস্তবায়নে আন্দোলনের কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
উচ্ছেদ নিয়ে কথা হয় পাকশি রেল বিভাগের ভু–সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামানের সাথে। তিনি সাংবাদিকদের জানান রেলওয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সৈয়দপুর শহরে প্রথমত: রেলওয়ে ভবন, রেলওয়ে অফিসার্স কোয়ার্টার, শ্রমিক কোয়ার্টার, রেল লাইন, রেলওয়ে কারখানা ও ড্রেন সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। রেলওয়ের জমিতে অবৈধভাবে বসবাসরত অন্যান্যদের বৈধতা নিতে রেল বিভাগের দপ্তরে যোগাযোগ করার কথা বলেন তিনি। তিনি আরও বলেন, যারা উচ্ছেদ প্রক্রিয়া বন্ধে আন্দোলন করছেন তাদের আন্দোলন কার্যকর হবে না। (ছবি আছে)





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST