ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু । ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নাজমুল হকের স্ত্রী। হাসপাতালের সহকারী পরিচালক ডা. সামছুজ্জামান সেলিম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা খাতুন গত ৩ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১১নং ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৭ সেপ্টেম্বর) তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৯ জন। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।