ঘোষনা:
ডোমারে আহবায়ক কমিটি বাতিলের দাবীতে র‌্যালী ও যুব প্রতিবাদ সমাবেশ ।

ডোমারে আহবায়ক কমিটি বাতিলের দাবীতে র‌্যালী ও যুব প্রতিবাদ সমাবেশ ।

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার ,
নীলফামারী ডোমারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডোমার শাখার আহবায়ক কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বাতিলের দাবীতে বিক্ষোভ র‌্যালী ও যুব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডোমার পৌর ও ইউনিয়ন যুবলীগের আয়োজনে ডোমার ডাকবাংলো চত্ত্বর হতে একটি বিক্ষোভ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত চত্ত্বরে মিলিত হয়। ডোমার পৌর যুবলীগের সভাপতি মনজুর আহমেদ ডনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মুজিবুর রহমান,সাঃ সম্পাদক মনোরঞ্জন রায় জীবন,হরিণচড়া যুবলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু,কেতকীবাড়ী যুবলীগ সভাপতি মনা শাহ্,বোড়াগাড়ী যুবলীগ সাঃ সম্পাদক বাবু অনাথ চন্দ্র রায়,যুবলীগ নেতা আরিফ বিন রশিদ দীপ,রাকিবুল হাসান,জয়নাল আবেদীন,নাসির উদ্দিন মুন্না প্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, এগারো মাস পূর্বে নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্যের স্বাক্ষর জালকরে ভূয়া ডিও লেটারের মাধ্যমে একটি আওয়ামী যুবলীগ ডোমার উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করে নিয়ে আসেন যাহা আদৌ কমিটিতে কে কে আছে তাহা প্রকাশ করা হয়নি। অবিলম্বে আহবায়ক কমিটি বাতিলের দাবী জানান। এ সময় ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি সম্পাদক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আওয়ামী যুবলীগ ডোমার উপজেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম রিমুন বলেন, সংসদ সদস্যের স্বাক্ষর জাল করার কোন মানেই হয়না। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আমাকে ডোমার উপজেলা শাখার আওয়ামী যুবলীগের আহবায়ক করে একটি আহবায়ক কমিটি দিয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST