ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে চালু হলো মাইকোর্ট অ্যাপ-ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ তথ্য। নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যাবসায়ী আটক। নীলফামারীতে সন্ত্রাসীদের তান্ডবে বাড়ি ছাড়া ২১ পরিবারের সংবাদ সম্মেলন নীলফামারী থেকে রংপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নীলফামারীতে নেকবক্ত উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ নীলফামারীতে পুলিশ সুপার গোলাম সবুরের সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেলেন সোয়াদ নীলফামারীতে রের্কডীয় রাস্তায় দোকান নির্মাণ, চলাচলের চরম ভোগান্তিতে ৬টি পরিবার নীলফামারীতে সুধীজনের সাথে মানবাধিকার কমিশনের মতবিনিময় পঞ্চগড়ে এমপি রানার মন্দির দখল,ব্যাবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ নীলফামারীতে অনলাইন জুয়ার বিদেশী জাল চেক,ল্যাপটপ ও টাকা উদ্ধার
ডিমলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন ।

ডিমলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন ।

 

ডিমলা, নীলফামারী, প্রতিনিধি,

নীলফামারীর ডিমলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১-সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা: গুলশান আরা বেগম, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পরেই বেলুন উড়িয়ে প্রথম দিনের খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার।

টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজকের যুব সমাজেই আগামী দিনের উজ্জ্বল ভবিষৎ। তাই আগামীতে তাদের কাছে আমাদের প্রত্যাশা যেন এই দেশটাকে গড়বার জন্য সু-শিক্ষার পাশাপাশি ক্রীড়ার নৈপুন্য দেখিয়ে নিজের সমাজে সচেতন হয়ে জঙ্গি সন্ত্রাস মাদক সব কিছুর উর্দ্ধে ওঠে জীবনকে গড়বে, আগামী দিনের বাংলাদেশকে বিশ্ব সভ্যতায় উচ্চ শিখরে পৌঁছে দিবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরো বলেন, আজকের এই ক্রীড়া অনুষ্টানের মধ্যে দিয়ে জাতির পিতাকে যেমনভাবে আমরা স্বরণ রাখতে চাই, ঠিক তেমনি আমাদের সকলের জীবনকে সৌন্দর্য্য মন্ডিত করে গড়ে তুলতে চাই ক্রিড়ার মাধ্যমে।

উল্লেখ্য, উদ্বোধনী দিনে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ বনাম-বালাপাড়া ইউনিয়ন পরিষদ প্রতিদন্দিতায় ০-১ গোলে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ জয়লাভ করে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST