নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও বোড়াগাড়ী ইউপি সদস্য আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চান্দিনা পাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,ছেলে,মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তারমৃত্যুতে নীলফমারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরন্নবী , সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন গভীরশোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব চান্দিনাপাড়া কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।