স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে ২ জনের ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশ মাগুড়া উত্তরপাড়া ক্যানেলের পার হতে মাদক সেবনের সময় হাতে নাতে ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানদাইল গ্রামের আঃ আজিজের পুত্র রুবেল মিয়া (৩১) ও কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের আহেলার স্ট্যান্ডের মোঃ খলিলুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম (২৯)। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ মাদক সেবনের দায়ে ওই ২ ব্যক্তিকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন।#