স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ, বাহাগিলী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শাহ্, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোজবাহুল হাসান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী, ওয়াল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ব্যবস্থাপক অরবিন্দ সিলভেস্টার গোমেজ প্রমুখ। এছাড়া সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভিডিসি সদস্য ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।