স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলটের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, মোছাঃ শাপলা বেগম, বড়ভিটা ইউপি চেয়ারম্যান মোঃ ফজলার রহমান, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম, বাহাগিলী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শাহ্, চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান হাফি, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুল ইসলাম আনিছ, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন অন্তিক, মাগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব । এছাড়া সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কিশোরগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহুল হাসান চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ শরিফা আখতার, কিশোরগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন, শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বুলবুলসহ অন্যান্য সদস্যরা।