কিশোরগঞ্জ(নীলফামারী)পপ্রতিনিধি ,
গৃহবধু চাঁদনীকে অপহরন ও আটক রেখে গণধর্ষণ মামলায় বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মোকলেছুর রহমান বিমানের (৩৮)জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাটানের নির্দেশ দেন আদালতের বিচারক।
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতে উপস্থিত হয়ে বিমান চেয়ারম্যান জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সৈয়দপুর থেকে নিখোঁজের ৬দিন পর ১১ জুলাই ভোরে রংপুর শহরের খলিফা পাড়ার একটি বাসা থেকে গৃহবধু চাঁদনীকে উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ । পরে ওই গৃহবধুকে অপহরন ও আটক রেখে গণধর্ষণ করার অভিযোগে কিশোরগঞ্জ উপজেলা সদরের রুহুল আমীনের ছেলে ঢাকা হোটেলের মালিক মিজানুর রহমানকে ঘটনা স্থলথেকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ। এ ঘটনায় চাঁদনীর বাবা মমিদুল ইসলাম চাইনিজ বাদী হয়ে সৈয়দপুর থানায় ৩জন কে আসামী করে একটি মামলা করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন গৃহবধুর কথিত পরকিয়া প্রেমিক সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজামের চৌপথি নামক গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রওশন হাবিব বাবু(২৬)ও কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মোকলেছুর রহমান বিমান। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান আসামিরা গৃহবধু চাঁদনীকে অপহরণ করে রংপুরের ওই বাসায় আটকে রেখে ওই ৩জন আসামী তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে বলে ভিকটিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।