বিশেষ প্রতিবেদক ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান রিটা রহমানের । রিটা রহমানের নেতৃত্বে বাংলাদেশ পিপলস পার্টিকে বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, বাংলাদেশ পিপলস পার্টির এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রিটা রহমানের নেতৃত্বে পিপলস পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে বিএনপি প্রত্যাশা করে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমান বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেন। তখন রংপুর -৩ আসনে ধানের শীষের মনোনয়ন লাভ করেন রিটা। নির্বাচনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ জয় লাভ করেন। এরশাদের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপ নির্বাচনের আবারো ধানের শীষের মনোনয়ন পান রিটা রহমান।