কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার ল্যাম্ব শো প্রকল্পের উদ্যোগে বার্ষিক রিভিউ এন্ড প্লানিং ওয়াকর্শ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোস্তাফিজার রহমান পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা বেগম, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান হাফি, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজাত শরিফ জোম্স। উপস্থিত ছিলেন ল্যাম্ব শো প্রকল্পের কো-অর্ডিনেটর মৃণাল কান্তি রায়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মীগণ, সাংবাদিক প্রমুখ। গ্লোবাল অফেয়ার কানাডা’র অর্থায়নে এর কারিগরি সহায়তা প্রদান করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।