ঘোষনা:
কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ।

কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ।

স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক স্বপন ও সদস্য সচিব রশিদকে ঘোষণা দেয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান, জেলা জাপা আহ্বায়ক ও নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেলসহ কেন্দ্রিয় কমিটি, জেলা নেতৃবৃন্দ ও উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি করেছে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা জাতীয় পার্টির কার্যলয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে আলোচনা সভা হয়। র‌্যালিটি উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ রেজাউল আলম স্বপন, সদস্য সচিব মোঃ রশিদুল ইসলাম রশিদ, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, উপজেলা জাপা নেতা মজিদুল ইসলাম মিন্টু, যুব সংহতির সাধারণ স¤্রাট, যুব সংহতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জাপা’র প্রবীন নেতা জোনাব আলী, কিশোরগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি আঃ সামাদ, বাহালিী ইউনিয়নের অন্যতম জাপা নেতা সফিকুল ইসলাম সফি প্রমূখ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST