লিখিত পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ডাকসুর নেতা হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্রলীগ। এসময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে, শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মিছিল নিয়ে ভিসি কার্যালয় ঘেরাও করতে গেলে প্রক্টরের উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষকদের মধ্যস্থতায় পরে পরিস্থিতি শান্ত হয়।
এরপর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিক্ষার্থীরা ডিনের কার্যালয় ঘেরাও কর্মসূচির নিন্দা জানান এবং ডিনের কাছে স্মারকলিপি দিতে যান। স্মারকলিপি দেয়ার পর সংবাদমাধ্যমে তারা বক্তব্য দেবেন বলে জানিয়েছেন।