ঘোষনা:
শিরোনাম :
ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে ঘোষণা দিয়ে হত্যা, গ্রেফতার ৪  প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে সর্বস্তরে উন্নয়ন হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন সাতক্ষীরার কলারোয়ায় শ্যালকের ঘরে পেট্রোলের আগুন, অগ্নিদগ্ধ-৩, আটক -১ ডিমলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে ইপিজেড হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন। চট্টগ্রামে ছুরিকাঘাতে নাইটগার্ড নিহত নীলফামারীতে ভুয়া পরীক্ষার্থী আটক।
ডিমলায় এলইডি লাইট যেন মরণের ফাঁদ।

ডিমলায় এলইডি লাইট যেন মরণের ফাঁদ।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর ডিমলা উপজেলায় অটো চালক সমবায় সমিতির উদ্যোগে আলো দূষণ থেকে রক্ষা পেতে ব্যাটারী চালিত ইজিবাইক কিংবা অটোভ্যান এলইডি লাইট লাগিয়ে গাড়ী চালানোর ফলে এসব লাইট যেন বিপদের আলো হয়ে চোখে পড়ার কারনে অনেক দূঘর্টনা সারা জীবনের কান্নায় পরিনত হচ্ছে। কিন্তুু কিছুতেই এলইডি লাইট লাগানো থেকে বিরত রাখা যাচ্ছে না অটোচালকদের। এলইডি লাইটের এই বিপদের আলো থেকে বাঁচতে এবং অটোবাইকে এলইডি লাইট না লাগানোর পরামর্শে অটো সমবায় সমিতির সভাপতি- ইউসুফ আলী ও সাধারন সম্পাদক মফিজার রহমান মোফা ও সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন বলেন নিজেদের গাড়ী লাইটগুলি খুলে ফেললেও এখনও উপজেলায় অধিকাংশ গাড়ীতে এলইডি লাইট দেখা যাচ্ছে। কিছুতেই শুনছেনা অটোচালকগণ ফলে আমরা সমিতির লোকজন রাস্তায় দাড়িয়ে থেকে অটো বাইকের এসব ক্ষতিকর লাইট খুলে ফেলার নির্দেশ প্রদান করিতেছি। এ বিষয় স্থানীয় পথচারী আব্দুর সালাম, শফিউল আলম শফি, আফি, সাজু প্রমূখ বলেন- এসব ক্ষতিকর লাইটগুলি যতদ্রুত সম্ভব অটোবাইক অটোভ্যান থেকে খুলে ফেলা জরুরী হয়ে পরেছে নইলে যে কোন সময় যে কোন মুহুর্তে পথচারীগনের দূঘর্টনার কবলে পড়তে পারে। এ বিষয় ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন রাতের বেলায় এসব লাইটের আলো জনসাধারনের সমস্যা সৃষ্টি হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষে গণসচেতনতার জন্য অটোবাইকগুলিকে এলইডি লাইট খুলে ফেলতে মাইকিং করা হয়েছে এবং বিকল্প লাইট লাগানোর নির্দেশ প্রদান করা হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST