ষ্টাফ রির্পোটার ,
নীলফামারী সদরের ইটাখোলা প্রতিবন্ধী স্কুলে বিভিন্ন ধরনের খেলাধুলা ও পুরুষ্কার বিতরন হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর ) দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ও ইটাখোলা প্রতিবন্ধী স্কুলের সহযোগিতায় সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় বিজয়ী প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এছাড়াও উপস্থিত প্রত্যেক ছাত্রছাত্রীদের মাঝে দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সৌজন্যে পুরুষ্কার কলম ও উক্ত স্কুলের সৌজন্যে পুরুষ্কার প্লেট দেওয়া হয়। উক্ত স্কুলের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে ভলিবল, ঝুড়িতে বল নিক্ষেপ ও গোলপোস্টে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি, আব্দুল মোমিনের সভাপতিত্বে, এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ,পরিচালক, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সভাপতি নীলফামারী জেলা, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি। সদর উপজেলার, সমাজসেবা অফিসার, মোঃ গোলাম রব্বানী, সরকারি শিশুপরিবারের, উপতত্ত্বাবধায়ক, মোঃ নুর মোহাম্মদ, ইটাখোলা প্রতিবন্ধী স্কুলের সভাপতি মোঃ আসাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ সামসুল হক শাহ্, দাতা সদস্য ও নারী সমাজ সেবক এবং সাবেক ১,২,৩ নারী ওয়ার্ড চেয়ারম্যান নাসরিন আক্তার, প্রধান শিক্ষিকা মোছা ঃ স্বপ্না আক্তার, সহকারী শিক্ষক মোঃ সোহেল রানা প্রমুখ। এছাড়াও এসময় উক্ত স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও দাতা সদস্য উপস্থিত ছিলেন।