স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর জলঢাকায় ‘আলোর কণা’ সামাজিক সংগঠনের উদ্যোগে সপ্তাহ ব্যাপি প্লাস্টিক দূষণ রোধ কর্মসূচি চলছে।শিক্ষার্থীরা তাদের বাড়িতে থাকা প্লাস্টিক পলিথিন নিজ দ্বায়িত্বে ফ্রি পাঠদান কেন্দ্রে নিয়ে এসে পরিত্যাক্ত স্থানে জড়ো করে। পরে সবার উপস্থিতে এগুলো পুড়িয়ে দেয় আলোর কণার প্রতিষ্ঠাতা পরিচালক ফুরাদ হোসেন। এসময় উপস্থিত ছাত্রছাত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয় ‘প্লাস্টিক ব্যবহারকে না বলি,সুখি সমৃদ্ধ সমাজ গড়ি’ বেশি প্লাস্টিক সংগ্রহকারী শিশুকে সংগঠনের পক্ষে পুরস্কার দেয়া হয়।এছাড়া সাপ্তাহিক প্রতিযোগিতায় শুক্রবার বিজয়ীদেরকে পুরস্কৃত করে। বিজয়ীরা হলেন শিশু শ্রেণীতে ১ম যৌথভাবে অভি,রিফাত ও ২য় তানিয়া,১ম শ্রেণীতে ১ম তুশি ও ২য় ফিরোজ,২য় শ্রেণীতে ১ম ইতি ও ২য় দিপ্তি রাণি,৩য় শ্রেণীতে ১ম যৌথভাবে সিফাত,তুশিতা ও ২য় আরাফাত,৪র্থ শ্রেণীতে ১ম নুরানি ও ২য় সুশীল,৫ম শ্রেণীতে ১ম যৌথভাবে সোমা,জান্নাতি ও ২য় উর্মি,৬ষ্ঠ শ্রেণীতে ১ম মুন্নি ও ২য় মিষ্টি হয়েছে।
উল্লেখ্য,পড়া কলেজ পড়ুয়া ছাত্র দুন্দিবাড়ি এলাকার ফুরাদ হোসেন। সে শত কষ্টের মাঝে পড়াশোনা করে আজ অনার্স শেষবর্ষ পযর্ন্ত এসেছে। পরিবারের অর্থসংকটের মাঝে পড়াশোনা করা কী যে কষ্টের? তা হাড়ে-হাড়ে টের পেয়েছে ফরাদ হোসেন।এ চিন্তা-ভাবনা থেকে সে তার সহপাঠীদের সাথে নিয়ে নিজ এলাকায় ২০১৫ সালে একটি ফ্রি পাঠদান কেন্দ্র চালু করেন। এ কেন্দ্রের নাম দিয়েছে আলোর কণা ফ্রি পাঠদান কেন্দ্র। এখানে ঝড়েপড়া শিশুদের পাঠদান দিয়ে থাকে। শুরুতে পাঁচজন শিশু দিয়ে শুরু করলেও বর্তমানে বৃদ্ধি পেয়ে এর সংখ্যা প্রায় ১ হাজার। এরা সকলে অসহায় পরিবারের শিশু। আর এদের ফ্রিতে পড়ায় কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।পাঠদান বিরতি সময়ে ছাত্র-ছাত্রীদের খাদ্য খাওয়ানোও হয়। সম্পূর্ণ কার্যক্রম ফ্রিতে চলে।’আলোর কণা’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফুরাদ হোসেন বলেন,আমি বাস্তব অনুভূতি থেকে ফ্রি পাঠদান কেন্দ্র চালু করেছি। এখানে অসহায় পরিবারের শিশুরা পড়তে আসে। এদের এগিয়ে নেয়া আমাদের কাজ। আমি সকলের আন্তরিকতা ও সহযোগিতা চাই,আমরা সবাই যেন ‘আলোর কণা’ সারা বিশ্বে দেখতে পাই। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আপনার একটু সাহায্য-সহযোগিতা ঝড়েপড়া শিশু রোধ করতে পারে।আলোর কণা শিক্ষা ক্ষেত্রে উৎসাহ দেয় মাত্র।