ঘোষনা:
শিরোনাম :
হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য
দিনাজপুরে বাংলাদেশ গম ও ভূট্রা ইনস্টিটিউটে নতুন জাত পরিচিতি ও কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত ।

দিনাজপুরে বাংলাদেশ গম ও ভূট্রা ইনস্টিটিউটে নতুন জাত পরিচিতি ও কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত ।

দিনাজপুর প্রতিনিধি ,
বাংলাদেশ গম ও ভূট্রা ইনস্টিটিউট নশিপুরে গম ও ভূট্রার নতুন জাত পরিচিতি ও দিন ব্যাপী কৃষক-কিষানী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ২০শে সেপ্টেম্বর দিনাজপুর সদর উপজেলার নশিপুরে, বাংলাদেশ গম ও ভূট্রা গবেষনা ইনস্টিটিউটের আয়োজনে মহাপরিচালক ড. মোঃ এছরাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্নসচিব (প্রশাসন) ড. মোঃ আমিনুর রহমান, বিশেষ অতিথি সাবেক মহাপরিচালক নরেশ চন্দ্র দেববর্মা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল আউয়াল, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বদরুজ্জমান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোস্তফা আলী রেজা, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আসগর আহমেদ। ইনস্টিটিউটের দিনব্যাপী প্রশিক্ষনে একাধিক উপজেলা থেকে ৩০জন কৃষক-কিষানী অংশ গ্রহন করেন। এছাড়াও একাধিক উপজেলার কৃষি উপ-সহকারীগন উপস্থিত ছিলেন। নতুন জাত পরিচিতি অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষনার পূর্বে প্রধান অতিথি ইনস্টিটিউট প্রাঙ্গনে ফলজ ও নারিকেল চারা রোপন করেন। এ সময় ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ এছরাইল হোসেন, সাবেক মহাপরিচালক নরেশ চন্দ্র দেব বর্মা সহ সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। নতুন জাত পরিচিতি উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার মনোমুগ্ধকর বক্তব্য ও দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরে বলেন, “সব সাধকের বড়সাধক আমার দেশের চাষা/ দেশ মাতারই মুক্তি সে যে দেশের আশা”। অনেক খনার বচন ও তার উপমা দিয়ে প্রশিক্ষনার্থীদের বুঝানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন, প্রশিক্ষন মানুষকে বদলায় ও এগিয়ে নেয়। তাই প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষন গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। দেশে কৃষি বিজ্ঞানীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় দেশে নতুন নতুন জাত গম, ভূট্রা,ধানসহ কৃষির উপর গবেষনা দেশকে আজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সর্বপরি দেশ সেবা ও দিক নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার তুলনাহীন নেতৃত্ব বিশ্বে আজ পরিচিতি লাভ করেছে। গম ও ভূট্রা ইনস্টিটিউটের মহাপরিচালক সভাপতির বক্তব্যে বলেন, দেশের আবহাওয়া প্রতিকূলতা থাকার পরেও আমরা গম চাষ এগিয়ে নিচ্ছি। গমের রোগ বালাই দমনে ভূমিকা নিতে হবে। প্রতি বছর ইনষ্টিটিউট থেকে জেলা ও উপজেলার কৃষকদের প্রশিক্ষনে অংশ গ্রহনের মাধ্যমে আদর্শ কৃষকে পরিণত করা হবে। কৃষকদের আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচিতি ঘটাতে হবে। প্রধানমন্ত্রীর মানব সেবার প্রমান বাংলাদেশ গম ও ভূট্রা গবেষনা ইনস্টিটিউট তারই অবদান। দেশকে কৃষিতে আরা একধাপ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী যুগান্তকারী পদক্ষেপ সর্বস্তরে প্রশংসিত হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST