ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের কারনে নীলফামারী আধুনিক সদর হাসাপাতালের স্টোর সিলগালা এবং স্বজনদের ক্ষোভ।

মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের কারনে নীলফামারী আধুনিক সদর হাসাপাতালের স্টোর সিলগালা এবং স্বজনদের ক্ষোভ।

নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারী আধুনিক সদর হাসাপাতালে ৪ মাস মেয়াদ উত্তীর্ণ স্যালাইন রোগীর গায়ে পুশ করায় স্বজনদের বিক্ষোভ।এবং স্টোর কিপার মিজানুরসহ সিভিল সার্জনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেে রোগীর স্বজনরা।এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু সুফি মাহমুদকে অবরুদ্ধ করে।পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনায় জেলা প্রশাসন পরিদর্শণ শেষে আধুনিক সদর হাসপাতাল স্টোর রুম সিলগালা করে । শনিবার রাত সাড়ে এগারোটায় এক জন মহিলা ওয়ার্ডের রোগীর স্বজন একমি কোম্পানির ৪ মাস মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেখতে পেয়ে কর্তব্যরত নার্সদের জানালে তারা কোন পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি দ্রুত রেগীর স্বজনদের মাঝে ছড়িয়ে পড়ে।পরে প্রায় ৪০/৫০ টি রোগীর স্যালাইনে মেয়াদ নাই দেখতে পায় নার্সরা,সেগুলো দ্রুত সরিয়ে ফেলে। অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম আজহারুল ইসলাম বেশ কয়েকটি মেয়াদ উত্তীর্ণ স্যালাইন জব্দ করে। এবং সদর হাসপাতালের স্টোর সিলগালা করে।

অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম আজহারুল ইসলাম বলেন,সিলগালা করা স্টোর ভাল করে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। মহিল ওয়ার্ডে ভর্ত্তি রোগী মল্লিকা বেগম, প্রিয়াংকা রানী,লাইজু আক্তার,গোলেজার বেগমসহ আরও অনেক রোগী বলেন,নার্সদের জানানোর পর তারা আমাদেক ভয় দেখিয়েছে ,খারাপ আচরন করছে,ডাকলে শুনেনা। পুরুষ ওয়ার্ডে স্যালাইন ঠিক আছে। অর্ধ শিক্ষিত রোগীর স্বজনরা বলেন,আমরা পড়ালেখা জানিনা আমরা কিভাবে বুঝব। নার্সরা দেখে নাই। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক নার্সরা বলেন,ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স ছায়া রানী ষ্টোর কিপার মিজানুর ভাইয়ের কাছ থেকে বুঝে নিয়ে এখানে রাখছে।, আমরা রোগীদের দিয়েছি। সিভিল সার্জন রনজিৎ কুমার রায়কে সেল ফোনে পাওয়া যায়নি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST