গ্রামপোষ্ট ডেস্ক,
খুলনা বিভাগের ৩৬ টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, প্রকৌশলী, সচিব ও অন্যন্য অতিথিদের সমন্বয়ে “বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন ২০০৪ সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং উত্তরণে করণীয়” শীর্ষক এডভােকেসি সভা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মােহাম্মদ শফিউল আরিফ, জেলা প্রশাসক, যশোর,
জনাব দেওয়ান কামাল আহমেদ, সভাপতি, মিউনিসিপ্যাল এসােসিয়েশন বাংলাদেশ- ম্যাব ও মেয়র নীলফামারী পৌরসভা,
জনাব রফিকুল ইসলাম কোতয়াল, জেনারেল সেক্রেটারি, মিউনিসিপ্যাল এসােসিয়েশন বাংলাদেশ- ম্যাব ও মেয়র শরীয়তপুর পৌরসভা।
জনাব খালিদ হোসেন ইয়াদ, যুগ্ন সাধারণ সম্পাদক, মিউনিসিপ্যাল এসােসিয়েশন বাংলাদেশ- ম্যাব ও মেয়র মাদারীপুর পৌরসভা।
উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, মেয়র, যশোর পৌরসভা। স্থানঃ শেখ হাসিনা সফটওয়্যার টেকনলােজী পার্ক, যশাের। খবর বিজ্ঞপ্তি ম্যাব ।