নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারী ডোমারে সেভেন স্টার ক্লিনিকে ভুল অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্লিনিকের মালিকসহ আরও অজ্ঞাত আসামী করে ডোমার থানায় মামলা করে। গত রোববার এঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনকে আসামী করে ডোমার থানায় মামলা করে। ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিহত মেঘলার দাফন সম্পন্ন হয়। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর )রাত ১২টায় পার্শবর্তী জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া সবুজপাড়া গ্রামের মৃত মুসা শেখের ছেলে রবিউল ইসলাম তার স্ত্রী মেঘলা বেগমের প্রসব ব্যাথা উঠলে ঐ ক্লিনিকে ভর্তি করায়। সেভেন স্টার ক্লিনিকের স্বত্বাধিকারী ডাক্তার আইনুল হক ঢাকায় অবস্থানকালে তার সহযোগী হাতুরে ডাক্তার রনজিত রায়, ঐ রাতেই ডাক্তার ছাড়াই অপারেশন করে। এতে কন্যা সন্তানের জন্ম নেয়। শনিবার সকালে প্রসূতি মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে সে মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে রবিবার গ্রামের বাড়িতে দাফনকাজ সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, এলাকাবাসী দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।