রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমার উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমীর হোসেন, পৌর আওয়ামী লীগের সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
খেলায় হরিণচড়া বনাম মটকপুর, বোড়াগাড়ী বনাম পৌরসভা, সদর ইউনিয়ন বনাম বামুনিয়া দুইটি ছেলে ও দুইটি করে মেয়ে দলের মোট ১২টি খেলা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনাল খেলার মাধ্যমে টুর্ণামেন্টেটি সম্পূর্ণ হবে।