রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমার উপজেলায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গোলাম ফারুক বেচুয়াকে (৪২) আটক করেছে র্যাব-১৩। সোমবার বিকালে র্যাব-১৩ সিপিসি-২ অভিযান চালিয়ে পৌরসভা এলাকার চাকধাপাড়া এলাকা হতে তাকে আটক করে। মঙ্গলবার বিকাল তিন টার দিকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বেচুয়া ওই এলাকার বাবুলাল মিয়ার ছেলে।
র্যাব-১৩ সিপিসি নীলফামারী ডিএডি পুলিশ পরিদর্শক তাপস চক্রবতীর নেতৃত্বে সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার পৌরসভার চাকধা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮বোতল ফেন্সিডিলসহ বেচুয়াকে আটক করা হয়। রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ডিএডি পুলিশ পরিদর্শক তাপস চক্রবতী বাদী হয়ে বেচুয়াকে আসামী করে মামলা করে ডোমার থানায় হস্তান্তর করা হয়। মামলা নং-২১।
এ ব্যাপারে ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেচুয়া দীর্ঘদিন হতে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। এর আগেও মাদকসহ সে কয়েকবার গ্রেফতার হয়েছিল। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।