আতিকুল ইসলাম ,নীলফামারী ,
নীলফামারীতে জেলা ফটো সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী প্রেস ক্লাবে কমিটির সাধারন সভায় এক বছর মেয়াদে ১৩ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। এতে তাজুল ইসলাম (বিটিভি) সভাপতি এবং সাদ্দাম হোসেন (এটিএন নিউজ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি কৃষ্ণ কুন্ড (সিএনএন), অর্থ সম্পাদক সোহেল রানা (সময় টিভি),দপ্তর সম্পাদক মিঠু মিয়া (মাছরাঙ্গা টিভি), প্রচার সম্পাদক মোস্তফা কামাল (চ্যানেল আই), ক্রীড়া সম্পাদক গোলাম রব্বানী (কিউ টিভি)। সদস্যরা হলেন জুয়েল আহমেদ (মাই টিভি), আতিয়ার রহমান (ইনডিপেনডেন্ট টেলিভিশন), আতিকুল ইসলাম আতিক (বাংলা ভিশন), আফরোজ আহমেদ সিদ্দিকী টুইংকেল (এমকে টেলিভিশন), বাদল হোসেন (ডিবিসি),বাবু ইসলাম (নিউজ টোয়েন্টিফোর)।