কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি ,
কিশোরগঞ্জ উপজেলায় একাধিকবার তাগাদার পরও ভিজিএফ চাল বিতরনের মাষ্টার রোল জমা হয়নি ।
ঈদ উল আযাহার ভিজিএফ চাল বিতরনের প্রায় দু’মাস অতিবাহিত হতে চলছে। কিন্তু নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা এখনও মাষ্টার রোল (চুড়ান্ত তালিকা) জমা দেননি। চুড়ান্ত তালিকা চেয়ে একাধিকবার চিঠি (তাগাদা পত্র) দেয়া হলেও এর কোন সদুত্তর পাচ্ছে না কর্তৃপক্ষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, গত ঈদ উল আযাহায় কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ৫৬ হাজার ৫৪৭জন দুঃস্থ্য ও অসহায় ব্যাক্তিদের জন্য ৮৪৮দশমিক ২০৫ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়। এসব চাল বিতরনের সময় সিমা নির্ধারণ করা হয়েছিল ৩ আগষ্ঠ থেকে ৬ আগষ্ঠ পর্যন্ত। কিন্তু চেয়ারম্যানদের অনেকে ঈদের পরও চাল বিতরন করেছেন। চাল উত্তোলনের ডিও লেটারে বিতরন শেষে ৭দিনের মধ্যে চুড়ান্ত তালিকা জামা দেয়ার নির্দেশনা থাকলেও চেয়ারম্যানগণ তা মানছেনা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দল হাই সরকার বলেন মাষ্টার রোল চেয়ে কয়েক বার চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু মাগুড়া ইউনিয়ন পরিষদ ও চাঁদখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাড়া আর কেউ তালিকা জমা দেয়নি। তালিকা জমানা হওয়া পর্যন্ত আমরা মনে করব চাল বিতর শেষ হয়নি।
চেয়ারম্যান পরিষদের সভাপতি ও বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান বলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে তালিকা জমা দেওয়া কোন প্রয়োজন নেই। কোন অডিট কার্যক্রম হলে ইউনিয়ন পরিষদেই হবে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন ভিজিএফ চাল বিতরন ও তালিকা প্রণয়নের বিষয় মাসিক সমন্বয় মিটিৎয়ে চেয়ারম্যানদের সাথে কথা বলব।