ঘোষনা:
শিরোনাম :
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের দিয়ে গা,হাত,পা টিপে নেয়ার অবিযোগে হাজীগঞ্জ দারুল কোরআন নূরানী ইসলামিক কিন্ডারগার্টেন ঘেরাও ।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের দিয়ে গা,হাত,পা টিপে নেয়ার অবিযোগে হাজীগঞ্জ দারুল কোরআন নূরানী ইসলামিক কিন্ডারগার্টেন ঘেরাও ।

আতিকুল ইসলাম,নীলফামারী,
নীলফামারী হাজীগঞ্জ বাজারের পাশে হাজীগঞ্জ দারুল কোরআন নূরানী ইসলামিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের দিয়ে গা,হাত,পা টিপে নেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি ঘেরাও করে।

আজ বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ দারুল কোরআন নূরানী ইসলামিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আবু তাহেরের কাছে অভিভাবকরা প্রতিষ্টানটি ঘেরাও করে, ছেলে-মেয়েদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবার অগোচরে প্রতিষ্ঠান থেকে পালিয়ে যায়। নূরানী ইসলামিক কিন্ডারগার্টেনের (৯ বছরের সকলে) ছাত্রী সুমাইয়া, আশা মনি,উম্মেসহ সকল ছাত্র-ছাত্রী গত শুক্রবার হাতের লেখা ট্রেনিং করে। ট্রেনিং শেষে প্রধান শিক্ষক আবু তাহের ছাত্রী সুমাইয়া, আশা মনি,উম্মে,সুমিসহ এদেরকে ঘর ঝারতে বলে,আবার কেউকে মাথা টিপতে এবং অনকে পা টিপতে বলে। ছাত্রীরা শিক্ষকের এসব আচরন বাড়ীতে গিয়া বাবা-মাকে বলে। সেই কারনে বৃহস্পতিবার সকালে অভিভাবকরা নূরানী ইসলামিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকের কাছে জবাব চাইতে আসে। পরে অবস্থার বেগতিক দেখে পালিয়ে যায় প্রধান শিক্ষক। অভিভাবকরা্এর দৃস্টান্তমুলক শাস্তিদিাবি করে। এসময় গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম উপস্থিত অভিভাবকদের শান্ত করে বলেন,লিখিত অভিযোগদেন ব্যাবস্থা নেয়া হবে। ইসলামিক কিন্ডারগার্টেনে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ৭০ থেকে ৮০ জন ছাত্র-ছাত্রী লেখা পড়া করে। এখানে তিনজন শিক্ষক রয়েছেন প্রধান শিক্ষকসহ। প্রায় তিন থেকে চার বছর থেকে নূরানী ইসলামিক কিন্ডারগার্টেনটি চলছে। অভিভাবক জুলেখা বলেন,ওনার শাস্তি হওয়া দরকার,আমারা বেতন দেই ওনি আমাদের ছেলে-মেয়েকে দিয়া গা,হাত,পা টিপে নিবে এটা কোন ধরনের শিক্ষক।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST